ঢাকার গুলশানের অল কমিউনিটি ক্লাব লিমিটেডের উদ্যোগে পাবনার ঈশ্বরদীতে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) সকালে ঈশ্বরদীতে প্রেসক্লাবের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস।
‘অল কমিউনিটি ক্লাব লিমিটেড গুলশান ঢাকার’ পরিচালক এবং এপারেল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আশরাফ আলী খান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসীর উদ্দিন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আর কে বাবু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আফছার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক ও সমকাল প্রতিনিধি সেলিম সরদার।
সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার আয়োজনে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অনুষ্ঠানে ৫শ’শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় বলে জানান আয়োজকরা।