নিরাপত্তা, পণ্য সরবরাহ, বিনোদন, যোগাযোগ, গবেষণা ও উদ্ধারকার্যে ড্রোনের ব্যবহার দিন দিন বাড়ছে। এদিকে মালয়েশিয়ার একদল গবেষক আনারসের পাতা থেকে ড্রোন তৈরির কৌশল উদ্ভাবন করেছেন। মালয়েশিয়ার ওই গবেষক দলের নেতৃত্ব দিচ্ছেন পুত্রা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তারিক হামিদ সুলতান।
গবেষকরা জানান, আনারসের পাতা ব্যবহার হয় না বললেই চলে। সেসব পাতা থেকে তন্তু সংগ্রহ করে যদি কোনো কাজে লাগানো যায়, সেটি হবে উল্লেখযোগ্য অর্জন।
এদিকে অধ্যাপক মোহাম্মদ তারিক বলেন, আমরা আনারসের পাতাগুলোকে তন্তুতে পরিণত করছি। এসব তন্তু উড়োযান তৈরিতে, বিশেষ করে ড্রোন তৈরিতে কাজে লাগতে পারে।