কন্যাসন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ভারতের তারকা দম্পতি আনুশকা শর্মা ও তাঁর স্বামী ক্রিকেট তারকা বিরাট কোহলির প্রথম সন্তান এটি। এ খবর প্রকাশের পর অন্তর্জালে শুভেচ্ছায় ভাসছেন দুই তারকা ও তাঁদের নবজাতক।
এ জুটির ভক্তরা তাঁদের কন্যার ছবি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। এমন সময় বিরাটের ভাই বিকাশ কোহলি ভাতিজির প্রথম ঝলক প্রকাশ করলেন অন্তর্জালে।
ইনস্টাগ্রামে ক্রিকেট তারকা বিরাটের ভাই বিকাশ কোহলি নবজাতকের পায়ের ছবি শেয়ার করেছেন। ক্যাপশন জুড়েছেন, দেবীর গৃহে প্রবেশ।
বিরাটের বোন ভাবনা কোহলি ধিংরা তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, সুন্দর ছোট্ট দেবীর ফুপি হতে পেরে তিনি খুব খুশি। সেইসঙ্গে গর্বিত বাবা-মা বিরাট ও আনুশকাকে অভিনন্দন জানাতে ভোলেননি ভাবনা।
বিরাট ও আনুশকা তাঁদের কন্যাসন্তানের নাম আনভি রাখার সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতালে ওই নাম নিবন্ধন করেছেন দম্পতি। যদিও কোহলি বা আনুশকা কেউই এ খবর নিশ্চিত করেননি।
সোমবার বিকেল পৌনে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা হওয়ার খবর নিশ্চিত করেন বিরাট কোহলি নিজেই। পোস্টে তিনি লেখেন, সোমবার বিকেলে সন্তান জন্ম দিয়েছেন আনুশকা। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। শুভ কামনা জানানোর জন্য ভক্তদের প্রতি ধন্যবাদও জ্ঞাপন করেন এই তারকা ক্রিকেটার।