আপনার স্থাবর অস্থাবর সব কিছুর ভাগ উত্তরাধিকার হিসেবে অংশিদারি পাবেন আপনার প্রিয়জনেরা বিষয়টি খুব স্বাভাবিক। কিন্তু যদি শুনেন সেই সম্পত্তির ভাগ একটি পোষ্য বিড়ালকেও দেয়া হয় তাহলে নিশ্চই অবাক হবেন!
এমনি এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে সুদুর রাশিয়ায়। দেশটির এক ব্যাক্তি তার সম্পত্তির ভাগ বিড়ালকেও দিয়েছেন। এর অংশ হিসেবে তিনি উইল করে কিছু বিড়ালকে তার অর্থের ভাগ দেন।
বিড়ালটি রাশিয়ার স্টেট হার্মিটেজ মিউজিয়ামের বেজমেন্টে বাস করে। বিড়ালটির পরিচর্যা করেন জাদুঘরের কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা। তবে এ জন্য এই প্রথম কেউ জমি দান করলেন। নাম প্রকাশ না করতে জাদুঘর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন ওই ব্যাক্তি।
এ বিসয়ে জাদুঘরের সাধারণ পরিচালক মিখাইল বলেন, ফরাসি ওই ব্যাক্তির নাম প্রকাশে অনিচ্ছুক। বিড়ালগুলোর প্রতি ভালোবাসা থেকেই এমনটি করেছেন ওই ব্যাক্তি বলে জানান জাদুঘর কর্তৃপক্ষ।