শোবিজের পরিচিত মুখ শবনম ফারিয়া। সম্প্রতি বিয়ে বিচ্ছেদ এর ঘটনায় নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। তবে বিচ্ছেদ এর ধকল কাটিয়ে নতুন করে ঘর বাধতে চলেছেন ফারিয়ার সদ্য সাবেক হওয়া স্বামী অপু। নিজেকে নিয়ে নতুন করে কিছু ভাবছেন কিনা এমন প্রশ্নের জবাবে ফারিয়া জানিয়েছেন ভিন্ন কথা।
এসময় ফারিয়া বলেন, ‘এবার বুঝেশুনে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে।’, নিজেকে আরো সময় দিতে চান বলেও জানান ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী ।
অপুর সঙ্গে যোগাযোগ হয় কিনা এক সাক্ষাতকারে এমন প্রশ্ন করা হলে ফারিয়া জানান অপু এবং তিনি একই মাধ্যমে কাজ করেন। একই এলাকার, একই গলিতে থাকেন। দেখা হলে কথা বলবেন অপুর সঙ্গে, কিন্তু এখনো দেখা হয়নি বলে জানান দেবির এই অভিনেত্রী।
এরই মধ্যে বিচ্ছেদের বিরহ কাটিয়ে ফিরেছেন ক্যামেরার সামনে। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় নাম লিখিয়েছেন ফারিয়া। এর আগে এক বছর নয় মাস সংসার করে গত ২৭ নভেম্বর বিচ্ছেদপত্রে সই করেন শবনম ফারিয়া ও তার স্বামী হারুন অর রশীদ অপু।