টাঙ্গাইলে “প্রতিবন্ধী বিদ্যালয়ের অধিকার ফোরাম” তাদের শিক্ষক ও কর্মচারীদের স্বীকৃতি, এমপিওভুক্তি/ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন।
টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে রোববার (২৯ নভেম্বর) দুপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে প্রতিবন্ধী বিদ্যালয় অধিকার ফোরামের আহবায়ক শ্রবন ও বাক্ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান হাই কেয়ার (বধির) স্কুলের প্রধান শিক্ষক ইসরাত জাহান বলেন, আমরা বিভিন্ন যৌক্তিক দাবীতে মানব বন্ধন করেছি। ২০২০ সালের সমাজকল্যান মন্ত্রণালয়ের স্বীকৃতি, এমপিও/ জাতীয়করণের বিজ্ঞপ্তি মোতাবেক অনলাইনে আবেদনকৃত শিক্ষক ও কর্মচারীদের স্বীকৃতি, এমপিও/ জাতীয়করণের দাবী আদায়ের জন্য আমরা মানববন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছি।
কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রতিবন্ধী বিদ্যালয় অধিকার ফোরাম এর সদস্য মোঃ নূরে আলম সিদ্দিকী, কমরেড আসলাম উদ্দিন প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক বাবুল হোসেন, চেচুয়াজানি প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন ও প্রত্যাশা প্রতিবন্ধী স্কুলের সভাপতি নাজমা পারভীন। সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধী স্কুলের সহকারী প্রধান শিক্ষক রাজন ভট্টাচার্য অনুষ্ঠানটি পরিচালনা করেন। মানববন্ধনে টাঙ্গাইল জেলা প্রতিবন্ধী বিদ্যালয় অধিকার ফোরাম এর আওতাধীন শ্রবন ও বাক্ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান হাই কেয়ার (বধির) স্কুল’সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন।