আগামী ৮ ফেব্রুয়ারি থেকে দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যেমন সফল হয়েছে, ভ্যাকসিন প্রয়োগেও তেমনি সফল হবে। করোনা টিকা নিয়ে গুজবে কান না দিতেও দেশবাসীকে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ভারত সরকারের উপহার দেয়া ২০ লাখ ডোজ করোনার টিকা তেজগাঁওয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে ।
এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টিকার প্রথম চালান। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হাতে এই টিকা তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার।