‘রুখে দাঁড়াবো আবার সবার জন্য মানবাধিকার’এই প্রতিবাদ্যে কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামসহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো ঘন্টাব্যাপী মানবন্ধন করে। পরে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি রাজু মোস্তাফিজ, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, মানবাধিকার কর্মী বিপ্লব, সোহাগ প্রমুখ।