1. mustafejrumon2020@gmail.com : এম আর : এম আর
  2. fakhrulislam1929@gmail.com : fakhrul islam : fakhrul islam
  3. janapadnews24@gmail.com : janapadnews :
  4. ujjalhafej7@gmail.com : ইউ এইচ : ইউ এইচ
কেজিএফ ২ টিজার ভেঙে দিচ্ছে সব রেকর্ড - জনপদ নিউজ | Janapad News
রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৯:৪৪ অপরাহ্ন

কেজিএফ ২ টিজার ভেঙে দিচ্ছে সব রেকর্ড

প্রতিবেদকের নাম :
  • আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৫ Time View

অবশেষে মুক্তি পেল ‘কেজিএফ ২’ সিনেমার প্রথম টিজার। গত বছরের ডিসেম্বরে ঘোষণা আসে অভিনেতা যশের জন্মদিনে চমক হিসেবে থাকছে ‘কেজিএফ ২’র প্রথম টিজার। সে কথা রেখেছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান।

জন্মদিনের ১দিন আগেই হোমবেল ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে ৭ জানুয়ারি রাতে ছড়িয়ে পড়ে টিজারটি। আর মুক্ত হয়েই তুলকালাম বাঁধিয়ে দিয়েছে। বলিউড তো বটেই বিশ্ব মাতানো হলিউডের অনেক চলচ্চিত্রও পেছনে পড়ে যাচ্ছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের এ ছবিটির কাছে।

খোঁজ নিতে গিয়ে দেখা গেল, একদিনের ভিউ বিচারে ‘কেজিএফ ২’ -এর টিজারটি ছাড়িয়ে গেছে সব ভারতীয় ছবিকে। এর আগে দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সাহো’র টিজার একদিনে ভিউ হয়েছিল ২২.৫ মিলিয়ন। আর সেটিকে ‘কেজিএফ-২’ টপকে গেছে মাত্র ১০ ঘণ্টায়।

প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে এতে ভিউ হয়েছে ৭৮ মিলিয়ন! আশা করা হচ্ছে ১০ জানুয়ারিতে পা দেয়ার আগেই ১ কোটি ভিউ অতিক্রম করবে টিজারটি।

এভাবে এগুতে থাকলে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ট্রেলারের ২৮৯ মিলিয়ন ভিউকেও শিগগিরই পেছনে ফেলে দেবে ‘কেজিএফ-২’-এর টিজার।

২ মিনিট ১৭ সেকেন্ডের টিজারে দেখা মেলে ছোট রকির (যশের)। পরবর্তীতে সেই রকিই কোলার গোল্ড ফিল্ডের অত্যাচারী উত্তরাধিকারী গরুড়া’কে হত্যা করার জন্য নিযুক্ত হয়। সিনেমাটির ‘পাওয়ারফুল পিপল কাম ফ্রম পাওয়ারফুল প্লেসেস’ সংলাপটিও ভাইরাল হয়েছে। এটি এখন সবার মুখে মুখে।

মূলত সুপারস্টার যশের অভিনয় এবং ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ : চ্যাপ্টার ১’ -এর সাফল্য সিনেমাটির দ্বিতীয়র কিস্তিকে লাইমলাইটে নিয়ে এসেছে। তাছাড়া এবারের কিস্তিতে চমক হিসেবে রয়েছেন বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত।
আধিরা চরিত্রে তার প্রথম লুক এরইমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

যশ-সঞ্জয় ছাড়াও এবারের কিস্তিতে অভিনয় করেছেন রাবিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যুত কুমার প্রমুখ।

ছবির প্রযোজক বিজয় কিরাগান্দুর ও কার্তিক গোওদা। পরিচালক হিসেবে আছেন প্রশান্ত নিল। তিনিই লিখেছেন ছবির গল্প। গ্যাংস্টারদের নিয়েই সিনেমাটির কাহিনি।

আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্টটি ছড়িয়ে দিন

আরো খবর . . .

সাম্প্রতিক পোস্ট

All rights reserved 2021 © janapadnews  website developed by Ariyan Sakib 
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarjanapadn121