মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে পার্সিয়ান উপসাগরের তীরে একটি বিশাল আন্ডারগ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ঘাঁটি উদ্বোধন করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
শুক্রবার (০৮ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ কথা জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
দেশটির রাষ্ট্রীয় টিভিতে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রচার করা হয়েছে। এতে দেখা যায়, ঘাঁটির প্রবেশ মুখের নিচে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের পতাকা আঁকা। এমনভাবে আঁকা হয়েছে প্রবেশকারীরা যাতে ভেতরে যাওয়ার সময় পতাকা মাড়িয়ে যেতে পারেন। আইআরজিসির শীর্ষ কর্মকর্তারা সেগুলো দেখছেন।
তারপর তারা একটি সুড়ঙ্গ ধরে এগিয়ে যান। ট্রাকে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং রকেট লাঞ্চার সাজানো ছিল।
মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র বহনে সক্ষম দু’টি বি-৫২ কৌশলগত বোম্বার মোতায়েনের কয়েক ঘণ্টা পর এ আন্ডারগ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ঘাঁটি উদ্বোধন করলো ইরান।