দুই দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গল্পের কারণে নানা সময় বিভিন্ন চরিত্রে হাজির হন তিনি। কখনো বিধবা নারী, আবার কখনো পতিতার বেশ, কখনো কখনো গ্রামের সহজ সরল মেয়ে; বহুরূপে দেখা গেছে তাকে। তবে এসব চরিত্রের মাঝেও অবসর সময় ফেসবুকে মেতে থাকেন জয়া। নিজের অনুসারীদের জন্য বিভিন্ন স্টাইলে পোজ দিয়ে ছবি দেন তিনি।
তারই ধারাবাহিকতায় শনিবার (৫ ডিসেম্বর) একটি ছবি পোস্ট করেছেন জয়া আহসান। যেই ধরনের ছবিতে তাকে আগে কখনো দেখেনি দর্শক। ছবিটি পোস্টের সঙ্গে সঙ্গে জয়ার ওয়ালে বইছে লাইকের বন্যা। আবার অনেকেই ভরিয়ে দিচ্ছেন ছবিটির কমেন্ট সেকশন।
মূলত এই ছবিতে জয়াকে দেখা গেছে পুরোপুরি বোল্ড অবতারে। অনেকটা খোলামেলা রূপে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছেন তিনি।