বেগম খালেদা জিয়ার তিন বছর কারাবন্দী দিবস এবং গৃহবন্দি থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালত কর্তৃক অবৈধভাবে ফরমায়েশি রায় অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি।
বুধবার সকালে গাজীপুরের চান্দনায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সদস্য সচিব প্রার্থী, সাবেক মন্ত্রী ও সিটি মেয়র এম. এ মান্নান এর পুত্র এম. মঞ্জুরুল করিম রনির উদ্যোগে বিক্ষোভ মিছিলে অংশ নেয় জেলার দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় মিছিলে উপস্হিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ ৯টি থানার বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।