বরগুনা জেলার বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়নের পূর্ব বুড়া মজুমদার গ্রাম। এই ওয়ার্ডে ১৫শ লোকের বসবাস। কিন্তু অভিযোগ উঠেছে স্থানীয় এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। তিনি গ্রামের রাস্তা আটকে রাস্তার মাঝখানে গর্ত করে ওই এলাকার মানুষের আসা যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম সোহাগ। সে একই ওয়ার্ডের বর্তমান গ্রাম পুলিশের দায়িত্বে রয়েছেন।
শুধু তাই নয়, মাদ্রাসা যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রকে মারধরের অভিযোগ রয়েছে সোহাগের বিরুদ্ধে । এ নিয়ে কেউ প্রতিবাদ করলে বিভিন্ন মিথ্যা মামলা সহ মারধরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে ভুক্তভোগীরা বেতাগী থানা পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দেন। পরে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি মীমাংসার জন্য বলা হয়। কিন্তু অভিযুক্ত সোহাগ চৌকিদার ক্ষমতার অপব্যবহার করে সালিশিতে না এসে উল্টো ওই পরিবার গুলোকে বিভিন্ন সময়ে হুমকি-ধামকি দিয়ে আসছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।