বাংলা মাধ্যমের শিক্ষার্থী মাইসুন। কিন্তু শেখায় ইংরেজি। বয়স এগারো বছর হবে। ফেসবুকের মাইসুনকে হয়তো অনেকের চেনা চেনাও লাগছে। মোবারক আজাদ কথা বলে এসেছেন তাঁর সঙ্গে।