দেশে কোভিড ১৯ নিয়ন্ত্রণে এসেছে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকায় বলে মন্তব্য করেছেন ঢাকা ১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান।
শনিবার দুপুরে আব্দুল্লাহপুরে আইচি হাসপাতালের ২৫ বছর রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা একজন আল্লাহ ওয়ালা মানুষ। যে দেশের শাসক আল্লাহ ভীরু হয় সে দেশে বিপদ আসলেও তা অল্পেই কেটে যায়। আল্লাহর রহমত থাকে সে দেশের উপর। তাই মহামারী কোভিড ১৯ রোধ করা না গেলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আইচি হাসপাতালের প্রশংসা করে তিনি বলেন আইচি হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত লাখো মানুষকে সেবা দিয়ে আসছে। ডাঃ মোয়াজ্জেম হোসেন এর বলিষ্ঠ ভূমিকায় হাসপাতালটি এখন সুপরিচিত।
অনুষ্ঠানে আইচি হাসপাতালের চেয়ারম্যান উলফাত জাহান মুন বলেন, বৈশ্বিক মহামারী ‘করোনা’ মোকাবেলায় বাংলাদেশের স্বাস্থ্য সেবা বিশ্বের ২০ তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম স্থান অর্জন করেছে । তা সম্ভব হয়েছে আমাদের যোগ্য দেশনেত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে। এই জন্য আমরা গর্বিত। মহামারী করোনা মোকাবেলায় দীর্ঘ দিন ধরে আইচি হাসপাতাল মানুষের পাশে থেকে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে,ভবিষ্যতেও এই সেবা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান,আইচি হাসপাতালের চেয়ারম্যান উলফাত জাহান মুন,আইচি হাসপাতালের প্রতিষ্ঠাটা চেয়ারম্যান ডাঃ মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যরা।