করোনা মহামারীর কারণে টঙ্গীর তুরাগ তীরে এবার নির্ধারিত সময়ে হচ্ছে না বিশ্ব ইজতেমা। পরিস্থিতির উন্নতি হলে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে নতুন তারিখ।
করোনা পরিস্থিতির উন্নতি হলে ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতে ইজতেমা আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
করোনা মহামারীর কারণে টঙ্গীর তুরাগ তীরে এবারের বিশ্ব ইজতেমা আয়োজন স্থগিত করা হয় আগেই। পূর্ব ঘোষিত ইজতেমার প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।