বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার এবং মিডল অর্ডর এই ব্যাটসম্যানকে নিয়ে তৈরী হবে বায়োপিক।সম্প্রতি এক অনলাইন পোর্টালের লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেন সাকিব। একইসঙ্গে বিভিন্ন বিষয়ে সোজাসাপটা উত্তর দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিব জানান, করোনার প্রকোপ কাটলেই পুরোদমে শুরু হবে তার বায়োপিক নিমার্ণের কাজ। এর আগে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, আজহারউদ্দীনসহ অনেকের বায়োপিক নির্মাণ হয়েছিল। উপমহাদেশের ক্রিকেটারদের নিয়ে নির্মিত বায়োপিকের মধ্যে সাড়া ফেলেছিল ধোনিকে নিয়ে নির্মিত ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’
সম্প্রতি তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব। ফলে সময় দিচ্ছেন পরিবারকে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছেন না তিনি। আর, টেস্ট খেলতে অনাগ্রহ নয় বরং অক্টোবরে ভারতে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নিতেই শ্রীলঙ্কা সফর থেকে ছুটি চেয়েছেন বলে দাবি তার। অনলাইন পোর্টালে দেয়া সাক্ষাতকারে, অবসরের পর সুযোগ পেলে বিসিবি’র সভাপতি হওয়ার ইচ্ছের কথাও জানান সাকিব।