পাবনার চারটি পৌরসভা নির্বাচনে চলছে ভোটগ্রহণ । শনিবার (১৬ জানুয়ারি) সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
জেলার ঈশ্বরদী , ভাঙ্গুড়া, ফরিদপুর ও সাঁথিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ফরিদপুর পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ চলছে। বাকিগুলোতে চলছে ব্যালট পেপারে ভোটগ্রহণ।
আর ভাঙ্গুড়া পৌরসভায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামীলীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ পৌরসভায় শুধু পুরুষ ও কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
পাবানা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এর বাইরে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে।