ছোট পর্দার আলোচিত অভিনেতা মুফশিক আর ফারহান এবং বিপাশা কবিরকে নিয়ে টগর ওয়েব ফিল্ম নির্মাণ করে আলোচনায় আসেন তরুন নির্মাতা আবদুল্লাহ আল ফাহিম। এবার তিনি নির্মাণ করেছেন তার নতুন স্বল্পদৈর্ঘ্য চলচিত্র ময়না মতি। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি নিজেই।
নতুন এই স্বল্পদৈর্ঘ্য চলচিত্রটি প্রযোজনা করেছে স্বনামধণ্য প্রযোজনা প্রতিষ্ঠান সরকার মিডিয়া। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সরকার মিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ এবং নির্মাতা আবদুল্লাহ আল ফাহিমের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ পেয়েছে ময়না মতির ফার্স্টলুকের পোস্টার। আর ফার্স্টলুকের পোস্টার প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় বেশ আলোড়ন তৈরি করেছে ‘ময়না মতি’।
এই প্রসঙ্গে নির্মাতা আবদুল্লাহ আল ফাহিম বলেন, ‘ময়না মতি আমার প্রথম অভিনয় করা স্বল্পদৈর্ঘ্য চলচিত্র। আমার সাথে পুরো টিম স্বল্পদৈর্ঘ্য চলচিত্রটি নির্মাণে কঠোর পরিশ্রম করেছেন। আশা করছি সকলেই ভালো মানরে কাজ উপহার দিতে পারবো। আমার বিশ্বাস ময়না মতি দর্শকদের ভালো লাগবে।’
আবদুল্লাহ আল ফাহিম ছাড়াও স্বল্পদৈর্ঘ্য ময়না মতি চলচিত্রে আরও অভিনয় করেছেন মডেল, অভিনেত্রী নওরীন আফরোজা, রকি খান, আলমগীর হোসেন, তারেক ও আরও অনেকে। স্বল্পদৈর্ঘ্য চলচিত্রটির প্রযোজকের দায়িত্বে ছিলেন সরকার সুমন।