প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গত (০২/০১/২০২১) শনিবার জীবনে নিরাপত্তা চেয়ে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেন। যাহার জিডি নাম্বার ৬৯।
ইকবাল হোসেন চৌধুরী রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কার্মরত আছেন।
ইকবাল বলেন, গত ১/০১/২০২১ শুক্রবার পেশাগত কাজ শেষে তিনি বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হলে রাত ১১টা ৪৮ মিনিটে একটি গ্রামীণ ফোন নম্বর থেকে তাঁকে তার ব্যবহৃত মুঠোফোনে ফোন করা হয়। এ সময় তাঁকে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও উত্তরা জোনের সুজুকি শোরুমের মালিকের শ্যালক পরিচয় দিয়ে গালাগাল করে প্রাণনাশের হুমকি দেয় সাগর নামের এক ব্যক্তি । পাশাপাশি দেখে নেয়ার হুমকি দিয়ে একটি মুঠোফোন বার্তাও পাঠানো হয়।
সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন উত্তরার সকল পেশাদার সাংবাদিক সংগঠনগুলো। তারা দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন বলেন, এ ঘটনায় ইকবাল নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগটি খতিয়ে দেখছে পুলিশ।