বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর কাদিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ সম্রাট ওরফে মিরাজ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার ( ১৪ অক্টোবর) রাত নয়টার দিকে তাকে আটক করা হয়। চান্দখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে এসআই মজিবর, এ এসআই রতনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সম্রাট ওরফে মিরাজকে আটক করেন।
সম্রাট ওরফে মিরাজ বেতাগী উপজেলার উত্তর কাজিরাবাদ এলাকার সাহেব আলীর ছেলে। এ বিষয়ে চান্দখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ আব্দুস সালাম জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। আটক সম্রাট ওরফে মিরাজের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।