বরগুনায় বিভিন্ন এনজিও কর্তৃক ৫৬ টি প্রাথমিক বিদ্যালয় হাইকোর্টের জাতীয়করণের আদেশ পাওয়ার পরেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। আদালতের এই আদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষক- শিক্ষার্থীরা।
বরগুনা প্রেসক্লাব এর সামনে মূল সড়কে ৫৬ টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।
এ সময় বক্তারা বলেন , মহামান্য হাইকোর্টের আদেশ পাওয়ার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিচ্ছেন না কোনো কোনো ব্যবস্থা। এর কারণে শতশত শিক্ষক শিক্ষিকা মানবতার জীবনযাপন করছেন। মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দ্রুত শিক্ষক- শিক্ষিকাদের বকেয়া বেতন ও জাতীয়করণ বাস্তবায়ন চান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।