মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনারের অফিস, ডিসি অফিস, উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন এবং বেতনের গ্রেট উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন (বাকাসস)।
সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস ) বরগুনা জেলা শাখার আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ১৫ থেকে ১৯ নভেম্বর সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫ টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি এবং অফিস চত্বরে ব্যানার-পোস্টার সহ-অবস্থান। ২৬ নভেম্বর সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫ টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি এবং অফিস চত্বরে অবস্থান। ২৯ হতে ৩০ নভেম্বর সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি এবং অফিস চত্বরে ব্যানার-পোস্টারসহ অবস্থান। ৫ ডিসেম্বর শনিবার দাবি বাস্তবায়ন না হলে ঢাকা প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় স্ব-স্ব জেলার ব্যানারসহ মানববন্ধন সমাবেশ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।