ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে আসতে পারে কিছু পরিবর্তন। সিরিজ জয়ের পর এবার তৃতীয় এবং শেষ ম্যাচে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চায় ক্রিকেট বোর্ড।
শেষ ওয়ানডেতে তাই পরিবর্তনের আভাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের বিসিবি বস জানান, কয়েকজন তরুণকে শেষ ওয়ানডেতে সুযোগ দিতে আগ্রহী টিম ম্যানেজমেন্ট। কিন্তু কাউকে মনঃক্ষুণ্ণ করে পরিবর্তন করা হবে না। দলের সবাই ভালো খেলেছে। এখন নির্বাচকদের জন্য খেলোয়াড় বাছাই করাই কঠিন ব্যাপার।
তিন ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে টাইগাররা। আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে।