ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে অস্ট্রেলিয়া সফর। প্রথম টেস্টে ৩৬ রানে গুটিয়ে যাওয়ার লজ্জার ইতিহাস গড়ার পর শেষ টেস্টে অবিশ্বাস্য জয় পায় অজিঙ্কা রাহানের দল। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ম্যান ইন ব্লুরা। এ টেস্ট সিরিজে সবচেয়ে বেশি সফল ছিলেন মোহাম্মদ সিরাজ।
সফরে তিন টেস্টে ১৩ উইকেট নিয়ে সিরাজই ছিলেন ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। যে কারণে অস্ট্রেলিয়া সফর শেষে ফুরফুরে মেজাজে রয়েছেন এ ভারতীয় পেসার। দেশে ফিরে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি কিনেছেন সিরাজ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এ খবর জানিয়েছেন সিরাজ নিজেই। সিরাজের বাবা ছিলেন দরিদ্র অটোচালক। হায়দরাবাদে অটো চালিয়ে যা উপার্জন করতেন তা থেকেই ছেলের জন্য খরচ করতেন। তার স্বপ্ন ছিল ছেলে একদিন ভারতের জাতীয় দলের হয়ে খেলবে। সেজন্য সিরাজকে প্রতিদিন ৭০ টাকা করে দিতেন তার বাবা। সে সময় প্র্যাকটিসে যেতে-আসতে সিরাজের খরচ হতো ৬০ টাকা। আজ সেই সিরাজই কিনেছেন বিএমডব্লিউ গাড়ি।