শুরু হলো বিজয়ের মাস, ডিসেম্বর। ৪৯ বছর আগে ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। বিশ্বের বুকে আবির্ভূত হয় একটি জাতি-রাষ্ট্র বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই বাংলাদেশের আছে নানা অর্জন, আছে নানা চ্যালেঞ্জ।
বঙ্গবন্ধুর ডাকে মুক্তিকামী বাঙালী ঝাঁপিয়ে পড়েছিল নিপীড়ক পাকিস্তানের বিরুদ্ধে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আসে বিজয়। তবে এই ডিসেম্বর মাসেই স্বাধীনতাবিরোধী শক্তি তাদের এ দেশীয় দোসর রাজাকার-আলবদর-আল-শামস বাহিনীর সহযোগিতায় জাতির মেধা, শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী হত্যার নৃশংস যজ্ঞে মেতে উঠেছিল। পুরো জাতিকে মেধাহীন করে দেয়ার এমন ভয়াবহ হত্যাযজ্ঞের নজির বিশ্ব ইতিহাসে আর নেই। এই কারণে বাঙালি বিজয়ের মাসটি উদযাপন করে একই সঙ্গে আনন্দ ও বেদনায়।
বাংলাদেশের স্বাধীনতা ও সোনার বাংলার প্রতিশব্দ শেখ মুজিবুর রহমান। তার দেখানো পথেই হাটছে দেশ, দ্রুত গতিতে পৌঁছে যাচ্ছে উন্নয়নের চূড়ায়।