মালয়েশিয়ায় জাল পাসপোর্ট, জাল ওয়ার্ক পারমিট ও ভিসা এবং বিভিন্ন ধরনের নকল ডকুমেন্টস সহ এক বাংলাদেশী প্রতারককে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগের পুলিশ। উদ্ধার করা হয়েছে ২ হাজার ১৭ টি ভুয়া ডকুমেন্টস সহ বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম।
তবে তদন্তের স্বার্থে গ্রেফতার বাংলাদেশীর নাম পরিচয় প্রকাশ করেনি মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতোক সেরী খাইরুল দাযামি দাউদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এসময় তিনি বলেন, একই অপরাধের কারনে ২০১৩ সালে এই বাংলাদেশিকে আরেকবার আটক করা হয়েছিল। তখন সে কৌশলে পালিয়ে যায়। তখন থেকেই তাকে খুঁজছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু সে এতদিন আত্নগোপনে ছিল। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গত বছরের মার্চ মাস থেকে সংগঠিত হয়ে আবার আগের মত ভূয়া ওয়ার্ক পারমিট, জাল পাসপোর্ট ও জাল ভিসা সহ বিভিন্ন ধরনের জালিয়াতির কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছে ওই বাংলাদেশি। তাকে এই প্রতারনামূলক কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন আরেক বাংলাদেশি তাকেও গ্রেফতার করা হয়েছে।
অভিযানে আটক ওই বাংলাদেশির কাছ থেকে ৬২ টি জাল পাসপোট, জাল ওয়ার্ক পারমিট, বিভিন্ন ধরনের সরকারি জাল নথিপত্র, এসব তৈরীর যন্ত্রপাতি সরঞ্জাম সহ মালয়েশিয়ান ৮ হাজার ৩ শত রিংঙ্গিত উদ্ধার করা হয়েছে।