ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে নিজেদেরমধ্যেকার প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের কাছে ৫ উইকেটে হেরেছে তামিম ইকবাল একাদশ।
বিকেএসপিতে নিজেদের মধ্যে ৪০ ওভারের প্রস্তুতি ম্যাচে টস হেরে ব্যাংটিয়ে নেমে, সবকটি উইকেট হারিয়ে ১৬১ রানে তামিম একাদশ। ৪ উইকেট নেন তরুন পেসার হাসান মাহমুদ। জবাবে, সহজ লক্ষ্যে ব্যাট করতে নামা মাহমুদউল্লাহ একাদশের জয় সহজ করে দেন নাঈম শেখ। একপ্রান্ত আগলে রেখে ৫২ বলে ৪৩ রানের ইনিংস খেলে আউট হন বাঁহাতি ওপেনার।
মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২৮ রান। ৬৪ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক মাহমুদউল্লাহ।শনিবার নিজেদের মধ্যে আরও একটি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ঘোষণা হতে পারে মূল স্কোয়াড।