কালো পোশাকে উষ্ণতা ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। কাউচের ওপর শুয়ে উন্মুক্ত কাঁধে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। আর ছবিতে রীতিমতো উষ্ণতার পারদ ছড়াচ্ছেন অভিনেত্রী। অন্তত নেটাগরিকদের এমনটাই মতামত। সেই ধারাবাহিকতায় এবার রহস্যময়ী দৃষ্টিতে ধরা দিয়েছেন মিথিলা।
ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, আমি অন্ধকারে শান্তভাবে শীতযাপন করতে পছন্দ করি। এই ছবিতে ফের একবার সকলের দৃষ্টি আকর্ষণ করলেন ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির স্ত্রী। অভিনেত্রী সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়।