ময়মনসিংহের আর কে মিশন রোড থেকে মানুষের ১২টি মাথার খুলিসহ ১ বস্তা হাড় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বাপ্পি নামে একজন আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
গোপন খবরের ভিত্তিতে রোববার সকালে শহরের আর কে মিশন রোডে বাপ্পির বাড়িতে অভিযানে চালিয়ে মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব হাড় বিদেশে পাচারের উদ্দেশে সংগ্রহ করা হচ্ছিলো। বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব হাড় সংগ্রহ করা হয়েছে। এর আগেও কঙ্কাল চুরির মামলায় কারভোগও করেছে বাপ্পি।