যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডার শহরের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বোল্ডারের টেবল মেসা এলাকার কিং সুপারস দোকানে এ ওই ঘটনা ঘটে। এরইমধ্যে সহিংসতার ঘটনায় আহত এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বোল্ডার শহরের পুলিশ প্রধান ম্যারিস হেরল্ড জানান, কিং সুপারসে হামলায় ১০ জন নিহত হন, তাদের মধ্যে ৫১ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে গোলাগুলির ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রয়েছে গোলাগুলির ফুটেজ। যেখানে দেখা যায়, হাফপ্যান্ট পরা এক ব্যক্তিকে হ্যান্ডকাফ পরা অবস্থায় ওই দোকানটি থেকে বের করে আনছে পুলিশ। এই ঘটনায় এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন কলোরাডোর গভর্নর জেয়ার্ড পোলিশ।