আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের রোগমুক্তি কামনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখার পক্ষ থেকে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুয়ালামাপুরের দলীয় কার্যালয়ে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আল কারীম মসজিদের ইমাম মোহাম্মদ ঈসমাঈল হোসেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য বাবলা মজুমদার বাবু, জহিরুল ইসলাম (জহির), মুজিবুর রহমান বাবু, আল-আমিন ডলার, বুকিট বিনতাং শাখা যুবলীগের সভাপতি মান্নান মাতবর, মালয়েশিয়া আওয়ামী যুবলীগ নেতা -রহমত উল্লাহ বেপারী, রেজাউল করিম, জামাল বয়াতী, শেখ জুয়েল, কুয়ালালামপুর মহানগর যুবলীগের সহ-সভাপতি আনিসুর রহমান স্বপন , মনজুরুল ইসলাম, মনির হোসেন, আনোয়ার, কামাল, দেলোয়ার, সুকান্তসহ অনেকেই।