রাঙামাটির সদর উপজেলার বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। (মঙ্গলবার) সকালে কুতুবছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভোরে পাথরবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এসময় তিনজনই প্রাণ হারান। এ ঘটনায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।