আব্দুর রাজ্জাকের পর এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিসকে ক্রিকেট অপারেশন্স কমিটিতে যুক্ত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির সঙ্গে যুক্ত হলেও নাফিস ঠিক কোন পদে বসতে যাচ্ছেন তা এখনো নিশ্চিত নয়।
জানা গেছে, শনিবার ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে আলোচনায় বসেছিলেন নাফিস। সেখানেই তাকে বিসিবির ক্রিকেট অপারেশন্সের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করার প্রস্তাব দেয়া হয়। এখনো প্রতিযোগীতামূলক ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন নাফিস। এর পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ এবং ঘরোয়া টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন তিনি।
বাংলাদেশের হয়ে ৭৫টি ওয়ানডে ম্যাচ খেলা নাফিস ব্যাট হাতে করেছেন ২ হাজার ২০১ রান। এছাড়া সাদা পোষাকে ২৪ ম্যাচে তার রান ১ হাজার ২৬৭। জাতীয় দলের হয়ে একটি টি-২০ ম্যাচে ২৫ রান করেছেন তিনি।