দেশ থেকে মানব পাচারে দুটি এয়ারলাইনসের সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার সিআইডি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এতথ্য জানায় সংস্থাটি।
সংবাদ সম্মেলনে সিআইডির প্রধান মাহবুবুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, অভিযোগ পাওয়া ওই দুটি এয়ারলাইনসের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে এয়ারলাইনসের কর্মকর্তারা স্বীকার করেছেন, তাঁদের কিছু কর্মী মানব পাচারে জড়িত।
মাহবুবুর রহমান বলেন, লিবিয়ার মিজদাহাতে নিহত ২৬ বাংলাদেশি প্রতারণার শিকার হয়েছিলেন। তাঁরা ভ্রমণ ভিসা ও কনফারেন্স ভিসায় দেশ ছাড়েন। এ ধরনের ভিসায় যাঁরা যান, তাঁরা ফিরতি টিকিট কাটেন। অভিবাসনপ্রত্যাশীদের টিকিট ছিল ‘ওয়ানওয়ে’।
এছাড়া ইন্টারপোল যে ছয়জনের ব্যাপারে রেড নোটিশ জারি করা হয়েছে তাঁদের একজন তানজিমুলকে ইতালিতে শনাক্ত করা হয়েছে বলেও জানান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডির প্রধান।
চলতি বছরের মে মাসে লিবিয়ার মিজদাহতে গুলি করে ২৬ জন বাংলাদেশিকে হত্যার ঘটনা ঘটে। পরে সিআইডি বাদী হয়ে পল্টন ও বনানীতে তিনটি মামলা করে। এর বাইরে দেশের বিভিন্ন জায়গায় আরও ২৩টি মামলা হয়। সিআইডি মোট ২৫টি মামলার তদন্ত করছে। এসব মামলায় আসামি হয়েছেন ২৯৯ জন, গ্রেপ্তার আছেন ১৭১ জন, ৪২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে ছয়জনের ব্যাপারে সিআইডির অনুরোধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।