দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’স্লোগানে সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের বাহিনীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর সহ বিভিন্ন পেশাজীবী মানুষ।