রক্ত দিয়ে জীবন বাঁচান এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনেশন সরিষাবাড়ীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বুধবার দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ২ শতাধিক মানুষ রক্তের গ্রুপ নির্ণয় করেন।
অংশ নেন বিজয় টিভি সরিষাবাড়ী প্রতিনিধি সোহানুর রহমান সোহান, শিক্ষার্থী রেজুয়ানুল ইসলাম রেজুর সার্বিক সহযোগিতা ব্লাড ডোনেশন সরিষাবাড়ীর উদ্যোক্তা শাকিল আহাম্মেদ, আসাদুজ্জামান নূর,খোকন সরকার,নোকিবুল হাসান নাহিদ ও রাকিবুল ইসলাম রাব্বি।
এসময় শাকিল আহাম্মেদ জানান, মানুষকে রক্তদান সম্পর্কে সচেতন করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গ্রামীণ মানুষরা যেন রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারে এবং রক্তদানের মানসিকতা গড়ে ওঠে এ জন্যেই তাদের এই প্রয়াস। ভবিষৎতে গ্রাম পর্যায়ে এ ধরনের কার্যক্রম পরিচালনা চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।