এখনও স্বাভাবিক হয়নি সিলেট বিভাগের বিদ্যুৎ পরিস্থিতি। সিলেটের কুমারগাঁওয়ের বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনায়, তদন্ত কমিটি গঠন করেছে, বিদ্যুৎ বিভাগ।
গতকাল হঠাৎই আগুন লাগে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে। সময়ের সাথে বাড়তে থাকে লেলিহান শিখাও। খবর পেয়ে ঘটনাস্থলে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সাথে যোগ দেন, কেন্দ্রটির কর্মচারীরাও।
৭টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পুড়ে গেছে দু-তিনটি ট্রান্সফরমার। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক যন্ত্রাংশ।