স্ত্রীরা আসলে এমনই হয়
স্বামী: দুবাই যাচ্ছি।
স্ত্রী: আমার জন্য স্বর্ণের অলংকার নিয়ে এসো।
স্বামী: আমেরিকা যাচ্ছি।
স্ত্রী: আমার জন্য মেকআপ বক্স নিয়ে এসো।
স্বামী: প্যারিস যাচ্ছি।
স্ত্রী: আমার জন্য পারফিউম নিয়ে এসো।
স্বামী: জাহান্নামে যাচ্ছি।
স্ত্রী: আমার জন্য চিন্তা করো না। তুমি নিজের খেয়াল রেখো।