জামালপুরের সরিষাবাড়ীতে শিশু-কিশোরদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার মহাদান ইউনিয়নের বিভিন্ন এলাকায় শিশু-কিশোরদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন মোঃ ফাহাদ (শিথিল সরকার) । তিনি মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মহান ইউনিয়নের বড়শড়া, বিলবালিয়া, বিলবালিয়া মধ্যপাড়া ঐ খাগুরিয়া গ্রামে ব্যাডমিন্টন, ক্রিকেট ও ভলিবল খেলার সামগ্রী দেওয়া হয়।
কাতার আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জামালপুরের সন্তান আক্তারুজ্জামান মামুন ও নজরুল ইসলামের ছেলে কাতার প্রবাসী সাইট ইঞ্জিনিয়ার এবং সানায়া শিল্পনগরী ছাত্রলীগের সভাপতি আকিবুল ইসলাম শিশিরের আর্থিক সহায়তা এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মোঃ ফাহাদ বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এজন্য লেখাপড়ার পাশাপাশি শরীর ও মন ঠিক রাখার জন্য খেলাধুলার বিশেষ প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সদস্য ও বিজয় টিভি প্রতিনিধি সোহানুর রহমান, সেবা সহায়ক ক্লাবের উপদেষ্টা জসিম আহমেদ,রেজুয়ানুল ইসলাম রেজু, ফারুক ভূঁইয়া, রাকিবুল ইসলাম শাওন প্রমুখ।